শহরতলীর বিভিন্ন রেইলস্টেশণ,বাসস্টেশন বা টার্মিনালে আমরা প্রচুর শিশু দেখতে পাই।অধিকাংশ সময়ই তারা ময়লা বা ছেড়া পোষাক পরে থাকে।এরা এক স্টেশণ থেকে অন্য স্টেশণে সারাদিন রাত বাসে ট্রামে ঘুরে বেড়ায় এবং রাতে এসব স্টেশণের কোথাও কোন ছাদ বা আকাশের নিচেই আশ্রয় নেয়।মূলত এরাই ভ্রাম্যমান শিশু। বিশেষ করে ঢাকার কমলাপুর রেলস্টেশণ,এয়ারপোর্ট রেলস্টেশন,তেজগাঁও, ক্যান্টনমেন্ট এলাকা, সদরঘাট ও টঙ্গীতে এসব ভ্রাম্যমান শিশুদের বেশী দেখা যায়। এদের এই পরিস্হিতির পিছনে রয়েছে নানারকম গল্প। অনেকেই গ্রাম থেকে পড়াশুনার প্রতি বিতৃষ্ণা থেকে পালিয়ে শহরে চলে আসে, আবার কেউ কেউ ভংগুর পরিবার বা মা,বাবার আলাদা থাকার কারণে অযত্ন বা অবহেলায় বিপথে চলে যায় এবং এমন জীবন বেঁছে নেয়। তবে বেশীরভাগ গবেষনায় দেখা গেছে শহরতলীর পতিতালয়গুলো ভেঙে ফেলায় এসব পতিতা নারীদের সন্তানেরা আশ্রয়হীণ হয়ে এমন জীবন যাপনে বাধ্য হয় […]